...

MD. MUSTAFIZUR RAHMAN AZAD

Headmaster

Headmaster Message


 

১৮৮৮ সালে সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে ঝিকরগাছা এলাকার কিছু বিদ্যানুরাগী সমাজসচেতন ব্যক্তিমন্ডলীর আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে ঝিকরগাছা মাইনর ইংলিশ স্কুল’। ১৯০১ সালে বিদ্যালয়টি বঙ্গীয় শিক্ষা বিভাগের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত হয়। ১৯৩৭ সালে বিদ্যালয়টিকে হাই স্কুল আকারে দাঁড় করানোর উদ্যোগ গৃহীত হলে ১৯৩৯ সালে ‘ঝিকরগাছা হাই স্কুল হিসেবে বঙ্গীয় শিক্ষাবিভাগে স্বীকৃতিপ্রাপ্ত হয়। বিধি মোতাবেক স্কুলটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি লাভ করে। ১৯৪০ সালে সর্বপ্রথম শিক্ষার্থীরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাই স্কুলটি ইংরেজ সেনাবাহিনী কর্তৃক তাদের প্রয়োজনে দখল করে নেয়। যুদ্ধের পর ১৯৪৬ সালে স্কুলটি সেনাবাহিনী কর্তৃক আবার অবমুক্ত হয়। ১৯৪৮ সালে স্কুলটি পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষাবোর্ড (EAST PAKISTAN SECONDARY EDUCATION BOARD), ঢাকা এর অধীনে যায়। ১৯৬২ সালে স্কুলটি একমুখী ধারার পরিবর্তে বহুমুখী ধারায় পরিবর্তীত হয় ‘ঝিকরগাছা মাল্টি ল্যাটারাল হাই স্কুল (M.L. High School) নামে। ১৯৬৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (BISE), যশোর স্থাপিত হলে বিদ্যালয়টি যশোর শিক্ষাবোর্ডের অধিভুক্ত হয়। ১৯৬৪ সালে বিদ্যালয়ের ছাত্রবৃন্দ যশোর শিক্ষাবোর্ডের অধীনে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৯৭৬ সালে সেনা শাসনের আওতায় স্কুলটি পাইলট প্রজেক্টের অন্তর্ভুক্ত হয়। এ সময় স্কুলটির পুনঃনামকরণ হয় ‘শিকরগাছা এম.এল. পাইলট হাই স্কুল। ১৯৮৯ ও ১৯৯৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। ঐতিহ্যের ধারায় ১৬/০৭/২০১৩ ইং তারিখে প্রতিষ্ঠানটি ‘ঝিকরগাছা এম.এল. মডেল হাই স্কুল’-এ রূপান্তরিত হয়। ১৩/০৯/২০১৮ খ্রি: প্রষ্ঠিানটি জাতীয়করণ করা হয়।
 

Notice Board

সুবর্ণজয়ন্তী কর্ণার

Our Events

37

TEACHERS

969

STUDENTS

23

CLASS

35

EVENTS

Our Teachers

Copyright © 2019 JHIKARGACHA GOVT. M.L. MODEL HIGH SCHOOL, JASHORE. All rights reserved.





.

News :

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের সকল কার্যক্রম বন্ধ থাকবে-প্রধান শিক্ষক     ***     দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ ০৭/০৭/২০২৪খ্রি: সকাল ১০.০০ টায়। অভিভাবকসহ সকল শিক্ষার্থী উপস্থিতি একান্ত কাম্য -প্রশি     ***     স্কুল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক পুনরাদেশ না দেয়া পর্যন্ত আগামী শনিবার ১১/০৫/২০২৪ খ্রি. তারিখ হতে অন্যান্য শনিবারেও স্কুলের শ্রেণি পাঠদান কার্যক্রম চালু থাকবে-প্রধান শিক্ষক     ***     স্কুল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক পুনরাদেশ না দেয়া পর্যন্ত আগামী শনিবার ১১/০৫/২০২৪ খ্রি. তারিখ হতে অন্যান্য শনিবারেও স্কুলের শ্রেণি পাঠদান কার্যক্রম চালু থাকবে-প্রধান শিক্ষক     ***     সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫.৪.২০২৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬.০৪.২০২৪ শুক্রবার ও ২৭.০৪.২০২৪ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী ২৮.৪.২০২৪ তারিখ রবিবার যথারীতি খুলবে-প্রধান শিক্ষক     ***